top of page

128GB স্টোরেজ এবং 6000mAh বিগ ব্যাটারী দিয়ে লঞ্চ হল NEXG N73

Updated: Mar 16, 2024

বাংলাদেশের মার্কেটে ওয়ালটন মোবাইলের সবচেয়ে জনপ্রিয় NEXG সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ হল, যার মডেল NEXG N73, যা(12GB*+128GB) ভ্যারিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। 4G নেটওয়ার্ক সমন্বিত এই স্মার্টফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩,৯৯৯ টাকা।


walton_nexg_n73

বড় আকারের ডিসপ্লের চাহিদা দিন দিন বাড়ছে। সেই আলোকে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে ওয়ালটন এবার NEXG N73 তে দিয়েছে ৬.৮ ইঞ্চি বিগ ডিসপ্লে। এছাড়া থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট, যা ফোন স্ক্রোলিং এর অভিজ্ঞতা এবং দৈনন্দিন কাজকে করবে আরও গতিশীল। গেমিং এর অভিজ্ঞতাকে উন্নত করতে এবং অন্য সব এ্যাপ্লিকেশন ব্যাবহারে স্মুথ ফিল দিতে এই ফোনে রয়েছে ১৮০ হার্জ টাচ সেমপ্লিং রেট।


এই স্মার্টফোনটিতে ব্যাবহার করা হয়েছে শক্তিশালী টাইগার সিরিজের ইউনিসোক টি ৬০৬ চিপসেট সাথে পাওয়ারফুল ১.৬ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর । এই ফোনে রয়েছে ৪জিবি RAM সাথে আরও ৮ জিবি বৃদ্ধির সুবিধা। উন্নত এই র‍্যাপিড মেমোরি টেকনোলজির ফলে গ্রাহক পাবে অ্যাপ-স্যুইচিং বা গেম-চালনায় আরও সাবলীলতা এবং মসৃণতা । এই ফোনেটিতে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যাবহারের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করার সুযোগ।


NEXG N73 এর ব্যাক ক্যামেরায় ডুয়েল ক্যামেরা সেটাপ রয়েছে, যার মেইন ক্যামেরা ৫২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে Times Lapse, Slow Motion ফিচার সহ Composition Line, Touch Focus, Brand Watermark, Time Watermark, Levels, Smile Shutter, Finger Capture, AI scene recognition, Countdown timer, Touching Photograph ট্রেন্ডি সব ফিচার রয়েছে। এছাড়া দূরের যেকোনো দৃশ্যপট হতে ছবি ক্যাপচার করার জন্য ৪ গুণ পর্যন্ত Zoom তো আছেই। এই ফোনে থাকছে 1080 Pixels Full HD এ ভিডিও রেকর্ডিং এর সুবিধা।


এই ফোনে রয়েছে Side Mounted Fingerprint Scanner এবং Face Unlock যা কমপ্লিট সিকিউরিটি প্রদানে সক্ষম। এই স্মার্টফোনটিতে থাকছে এ্যান্ডোয়েড ১৩ অপারেটিং সিস্টেম।


ব্যাটারী ব্যাকআপ নিয়ে আমরা প্রত্যেকেই ভুগে থাকি। বিশেষ করে দুরে কোথাও ঘুরতে গেলে চার্জ বেশি না থাকলে বা ব্যাকআপ ভালো না পেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তবে ওয়ালটন এবার সেই সমস্যা সমাধানে এই স্মার্টফোনে দিয়েছে ৬০০০ এমএএইচ পাওয়ারফুল লং লাস্টিং ব্যাটারি, যা বর্তমান সময়ে এই প্রাইজে প্রথম। এছাড়া থাকছে Charging Animation ফিচার। 18W Fast Charger আপনাকে দিবে দ্রুত চার্জ দেয়ার নিশ্চয়তা, এবং এই 18W চার্জার বক্সে থাকবে।


NEXG N73 স্মার্টফোনটি Bright-Moon Black ও Mist Gold দুইটি কালারে পাওয়া যাবে।


NEXG N73 সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click me.

214 views

Select Your Budget Smartphone

Best Smartphone

Under 5k to 10k

Best Smartphone

Under 10k to 15k

Best Smartphone

Under 15k to 20k

Best Smartphone

Under 20k to 25k

Best Smartphone

Under 25k to 30k

bottom of page