top of page

itel S24 Price in Bangladesh, launched with 108MP Camera, Color Changing Tech, Helio G91 SoC

Updated: Jul 17

২২শে মে ২০২৪ আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশে লঞ্চ হয়ে গেলো আইটেলের এর জনপ্রিয় S সিরিজের একটি স্মার্টফোন itel S24।


itelS24

itel S24 Specification Details


itel S24 এ 6.6- ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লের আলোর স্বল্পতা দূরীকরণে পিক ব্রাইটনেস রয়েছে 450nits।


পারফরম্যান্স প্রদানের জন্য itel S24 এ দেয়া হয়েছে মিডিয়াটেকের Helio G91 (12nm) চিপসেট। মেমোরির জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। যেখানে 8GB RAM এর পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল RAM বৃদ্ধির সুবিধা রয়েছে। itel S24 বর্তমানে 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।


ফটোগ্রাফারদের জন্য এই স্মার্টফোনটিতে ব্যাকে ব্যবহার হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ৷ যার মেইন ক্যামেরা 108MP সাথে রয়েছে 3X In- Sensor Zoom এবং অপরটি AI CAM। ডুয়াল ফ্লাস থাকায় অল্প আলোতে ভালো মানের ছবি তেলা যাবে। ফ্রন্টে ব্যবহার হয়েছে 8MP এর সেলফি সুটার। ক্যামেরায় বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে - Super Steady Video Stabilization, Super Night Mode, Portrait Master, Movie Master, Video Beauty, Dual-view Video, Video Bokeh ইত্যাদি।


5000mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এই প্রাইজে ডিভাইসে থাকছে বাইপাস চার্জিং সুবিধা। ডিভাইসটি রান করছে Android 13 অপারেটিং সিস্টেমে।


সিকিউরিটির নিশ্চয়তা প্রদানে রয়েছে Side Fingerprint সেন্সর এবং ফেস আনলক সুবিধা।

শক্তিশালী কানেকশন প্রদানে রয়েছে 4G Network, Dual Band WiFi এবং Bluetooth 5.2 ভার্সন।


ডিভাইসটির থিকনেস মাত্র 8.3mm এবং ওজন মাত্র 192 গ্রাম। itel S24 এর ব্যাক প্যানেলটির একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, তা হল এই প্যানেলে কালার চেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা এই স্মার্টফোনটিকে এক প্রিমিয়াম লুক প্রদান করেছে। এছাড়া রয়েছে গেমারদের জন্য HyperEngine Game engine Technology, যা গ্যামিং এ আলাদা মাত্রা যুক্ত করেছে।


itel S24 বর্তমানে তিনটি কালারে পাওয়া যাবে- একটি Dawn White, Coastline Blue এবং অপরটি Starry Black।




itel S24 Price in Bangladesh

- 8GB+256GB: 13,990 Tk


itel S24 Pros and Cons

Pros

1. এই বাজেটে 108 MP with 3X Zoom সেরা ডিল

2. কালার চেঞ্জিং এবং HyperEngine টেকনোলজি


Cons

1. Dual Stereo Speakers নাই

2. Noise Cancellation নাই


আমাদের অবজারভেশনে এই প্রাইজে itel S24 বর্তমান বাজারে ঠিক আছে। পছন্দ আপনার।

itel S24 সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ itel S24 Full specifications


244 views

コメント


Select Your Budget Smartphone

Best Smartphone

Under 5k to 10k

Best Smartphone

Under 10k to 15k

Best Smartphone

Under 15k to 20k

Best Smartphone

Under 20k to 25k

Best Smartphone

Under 25k to 30k

bottom of page