বাংলাদেশের মার্কেটে ০৮ ই মে ২০২৪ লঞ্চ হয়ে গেল রিয়েলমি C সিরিজের আরও একটি স্মার্টফোন realme C65, যা বর্তমানে বাজারে ২টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - একটি 8GB RAM এর সাথে 128GB এবং অপরটি 256GB স্টোরেজ।
Realme C65 Specification Details
ডিভাইসটিতে বেশ কিছু চোখ ধাঁধানো ফিচার রয়েছে, যা এই স্মার্টফোনকে আরও বেশি পাওয়ারফুল করেছে। সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব-
প্রথমেই ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, তাহলে এককথায় এটি যথেষ্ট মজবুত করে বানানো হয়েছে। স্মার্টফোনটিতে IP54 রেটিং থাকায় পানি এবং ধুলাবালি প্রতিরোধ করতে সক্ষম।
আর এই realme C65 ডিভাইসটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং কালার কনট্রাস্ট এবং ব্রাইটনেস ঠিক রাখতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 625nit, HD+ রেজুলেশনে রয়েছে এই ডিভাইসে।
ব্যাক ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 50MP সাথে সাপোর্টিং সেন্সর ক্যামেরা এবং সেলফি 8MP সেন্সর রয়েছে। সর্বোচ্চ 30fps এ 1080P তে ভিডিও রেকর্ড করা যাবে।
পারফরম্যান্স প্রদানে ফোনটিতে MediaTek Helio G85 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং GPU হিসেবে Mali G52 দেয়া হয়েছে।
ফোনটিতে 5000mAh ব্যাটারী সাথে 45W এর সুপার ফাস্ট চার্জার দেয়া হয়েছে।
realme C65 রান করছে Android 14 অপারেটিং সিস্টেমে। 4G নেটওয়ার্ক এবং Bluetooth ভার্সন 5.0 রয়েছে এই ডিভাইসে।
সিকিউরিটি প্রদানে স্মার্টফোনটিতে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে।
ফোনটির থিকনেস মাত্র 7.64 মিমি এবং ওজন খুবই হালকা 185 গ্রাম।
realme C65 মার্কেটে দুটি কালারে পাওয়া যাবে - Starlight Purple এবং Starlight Black ।
Realme C65 Prices in Bangladesh
8+128GB: 19,999 Tk
8+256GB: 23,999 Tk
realme C65 সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ -
ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন হলে ভাল হতো।
এই স্মার্টফোন ক্যামেরাই এই প্রাইজে Ultra Wide Camera থাকলে ভালো হত।
এই প্রাইজে সর্বনিম্ন Helio G99 প্রসেসর দেয়া প্রয়োজন ছিল।
স্মার্টফোনটিতে 45W চার্জার রয়েছে, যা এই প্রাইজে সেরা ডিল।
IP54 Rating এই ডিভাইসের ডিউরাবিলিটিকে আরও উন্নত করেছে।
Air Gestures, Rain Water Smart Touch, Riding mode সহ অনেক ইউনিক ফিচার রয়েছে এই realme C65 এ।