রিয়েলমি বাংলাদেশ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এমন একটি স্মার্টফোন লঞ্চ করেছে যা বিগত দিনের সমস্ত সেলস রেকর্ড ভেঙ্গে দিয়েছে। আর সেই আলোচিত মডেলটি হল realme Note 50, যা দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার একটি 4GB+64GB স্টোরেজ এখন 4GB+128GB স্টোরেজ।
ডিভাইসটি আলোচনায় আসার প্রধান কারন হল এর ডিউরাবিলিটি টেস্ট। যথেষ্ট মজবুত করে এটি বানানো হয়েছে। স্মার্টফোনটিতে IP54 রেটিং থাকায় পানি এবং ধুলাবালি প্রতিরোধ করতে সক্ষম।
আর এই realme Note 50 ডিভাইসটিতে 6.74 ইঞ্চির ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং কালার কনট্রাস্ট এবং ব্রাইটনেস ঠিক রাখতে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 560nit, যা এই বাজেটে দুর্দান্ত।
ব্যাক ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 13MP সাথে 2MP সাপোর্টিং সেন্সর ক্যামেরা এবং সেলফি 5MP সেন্সর রয়েছে।
পারফরম্যান্স প্রদানে ফোনটিতে Unisoc T612 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং GPU হিসেবে Mali G57 দেয়া হয়েছে। যা এই বাজেটে ঠিক মনে হয়েছে।
ফোনটিতে 5000mAh ব্যাটারী সাথে 10W এর চার্জার দেয়া হয়েছে।
realme Note 50 রান করছে Android 13 অপারেটিং সিস্টেমে। 4G নেটওয়ার্ক এবং Bluetooth ভার্সন 5.2 রয়েছে এই ডিভাইসে।
সিকিউরিটি প্রদানে স্মার্টফোনটিতে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে।
ফোনটির থিকনেস মাত্র 7.99 মিমি এবং ওজন খুবই হালকা 186 গ্রাম।
realme Note 50 মার্কেটে দুটি কালারে পাওয়া যাবে - Sky Blue এবং Midnight Black ।
সবকিছু মিলিয়ে এই স্মার্টফোন টি এই বাজেটে সেরা ফিচার প্রদান করতে সক্ষম হয়েছে। তবে ক্যামেরাই ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন।
realme Note 50 Price in Bangladesh-
realme Note 50 (4/128GB)- 11,999 Tk
realme Note 50 (4/64GB)- 10,999 Tk
realme Note 50 সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click Here