বাংলাদেশের মার্কেটে এলো ভিভোর নতুন স্মার্টফোন। যার মডেল vivo V30 5G. 5G নেটওয়ার্ক সমন্বিত এই স্মার্টফোনে থাকছে 6.78 ইঞ্চি কার্ভ এমোলেড পাঞ্চ-হল ডিসপ্লে। রেজোলিউশন 1260 × 2800 পিক্সেল এবং রিফ্রেশ রেট হিসেবে আছে 120 হার্জ। ডিসপ্লেতে ব্রাইটনেস হিসেবে দেয়া আছে 2800 নিটস। ফোনটির অফিসিয়াল মূল্য ধরা হয়েছে ৫৯,৯৯৯ টাকা।
পাওয়ারফুল পারফরম্যান্স প্রদান করতে এতে রয়েছে Snapdragon 7 Gen 3 মডেলের 4nm প্রসেসর। পর্যাপ্ত মেমোরির সুবিধা প্রদানে রয়েছে 12GB RAM সাথে আরও 12GB বাড়ানোর সুযোগ রয়েছে এবং স্টোরেজ হিসেবে 256GB দেয়া হয়েছে ।এছাড়া এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে গুগলের সবচেয়ে লেটেস্ট Android 14.
এবার ক্যামেরায় চমক এনেছে ভিভো। ব্যাক ক্যামেরায় ডুয়াল ক্যামেরা সেটআপ, যাতে ব্যবহার হয়েছে 50MP এর মেইন OIS ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে Aura লাইট। সেলফি ক্যামেরায় রয়েছে 50MP এর অটো ফোকাস ক্যামেরা সেন্সর।
সিকিউরিটি প্রদানে স্মার্টফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর।
5000 mAh ব্যাটারীর সাথে 80W ফাস্ট চার্জিং সুবিধা।
স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.45 মি.মি এবং এই ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, যার একটি Peacock Green, অপরটি Noble Black কালারে।
vivo V30 5G সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click Me