top of page

একদমই সস্তায় 4G নেটওয়ার্ক সমন্বিত স্মার্টফোন বাজারে নিয়ে এলো ওয়ালটন

একদমই সস্তায় 4G নেটওয়ার্ক সমন্বিত স্মার্টফোন বাজারে নিয়ে এলো ওয়ালটন। Orbit সিরিজের ফোন গুলো বরাবরই গ্রাহকের চাহিদা পুরুন করতে পেরেছে। বর্তমান সময়ে ফিচারফোনের চেয়ে স্মার্টফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলুন জানা যাক ওয়ালটনের এই স্মার্টফোনের প্রাইজ এবং বিস্তারিত স্পেসিফিকেশন।


walton-orbit-y12

Orbit Y12 বর্তমানে একটি ভ্যারিয়েটে ( 4GB*+64GB) বাজারে পাওয়া যাচ্ছে। প্রসেসর হিসেবে UNISON এর 1.6GHz Octa Core প্রসেসর ব্যবহার হয়েছে। 6.6 - ইঞ্চির IPS ডিসপ্লে দেয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট দেয়া হয়েছে 60Hz এবং টাচ সেমপ্লিং রেট 120Hz । মূলত ভিডিও কলে কথা বলা বা কোন মুভি দেখার জন্য ডিসপ্লের এই সাইজটা একদমই পারফেক্ট।



ব্যাক ক্যামেরায় 8MP এর মেইন ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে দেয়া আছে 5MP এর ক্যামেরা সেন্সর। এই বাজেটে ক্যামেরায় খুব বেশি কিছু আশা করা যাবে না। তবে সাধারণত দৈনন্দিন জীবনের সৃতি গুলোকে ধরে রাখতে ছবি তুলে রাখা বর্তমানে একটি ট্রেন্ড। তবে এই ফোনের ছবির কোয়ালিটি আমরা ভালো পেয়েছি। বিশেষ করে ভিডিও কলে কথা বলার জন্য ক্যামেরার রেজুলেশন যথেষ্ট ভালো। এছাড়া Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনে।


এছাড়া এই স্মার্টফোনে রয়েছে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর।


এই ফোনে 5000mAh এর ব্যাটারী ব্যবহার হয়েছে। যা নরমাল ব্যবহারে দুদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন।


এছাড়া আরও কিছু ফিচার রয়েছে তা জানতে ভিজিট করুনঃ Full Specifications


Orbit Y12 Price and Colors


বর্তমানে Orbit Y12 এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,৪৯৯ টাকা মাত্র।


তিনটি কালারে পাওয়া যাবে - Prussian Blue, Spring Green এবং Tint Green.



কাঁদের জন্য এই স্মার্টফোন কেনা ঠিক হবে?


যারা মূলত বেশি টাকা খরচ করে ফোন কেনার প্রয়োজন মনে করছেন না অথবা যারা বাবা-মার জন্য বা নিজেদের ব্যাকআপ ফোন হিসেবে একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ওয়ালটনের Orbit Y12।

326 views

Select Your Budget Smartphone

Best Smartphone

Under 5k to 10k

Best Smartphone

Under 10k to 15k

Best Smartphone

Under 15k to 20k

Best Smartphone

Under 20k to 25k

Best Smartphone

Under 25k to 30k

bottom of page