top of page

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করনীয় কি? কিভাবে তা দ্রুত ফিরে পাবেন?



জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে করনীয়



১. ভোটার তালিকা থেকে ভোটার নম্বর অথবা এনআইডি নম্বর নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নির্ধারিত ফি জমা প্রদানের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয় পত্র উত্তোলন ফরম-৬ পূরন পূর্বক একটি আবেদনপত্র জমা দিতে হবে। কিছু দিন পরে ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে NID কার্ড প্রাপ্তির বিষয়টি ১০৫ নম্বর থেকে জানানো হবে।


২. আবেদনপত্রের সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি জমা প্রদান পূর্বক মূল আবেদন পত্রের সাথে টাকা জমার রশিদ সংযুক্ত করে জমা দিতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং যেমন, বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমেও অনলাইনে টাকা জমা দেয়া যায়।



ফি বিস্তারিত -


  • প্রথমবার আবেদনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে পেতে চাইলে ২০০ টাকা ফি জমা দিতে হবে।


    জরুরি ভিত্তিতে অর্থাৎ সাত দিনের মধ্যে পেতে চাইলে দিতে হবে ৩০০ টাকা।


  • ২য় বার আবেদনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে পেতে চাইলে ৩০০ টাকা ফি দিতে হবে।


    ৭দিনের মধ্যে পেতে চাইলে দিতে হবে ৫০০ টাকা।


  • পরবর্তী সময়ে যতবার হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে যাবেন ততবার ৩০ দিনের মধ্যে পেতে চাইলে দিতে হবে ৫০০ টাকা এবং জরুরি ভিত্তিতে বা ৭দিনের মধ্যে পেতে চাইলে দিতে হবে ১,০০০ টাকা।



৩. জিডি কপি জমা দিতে হবে।


৪. এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে।


৫. উপরের পদ্ধতিগুলো করতে না চাইলে অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার পরে মোবাইলে SMS এর মাধ্যমে হারানো এনআইডি কার্ড আবেদনের অগ্রগতি সম্পর্কে জানা যাবে।



28 views

Select Your Budget Smartphone

Best Smartphone

Under 5k to 10k

Best Smartphone

Under 10k to 15k

Best Smartphone

Under 15k to 20k

Best Smartphone

Under 20k to 25k

Best Smartphone

Under 25k to 30k

bottom of page