বাংলাদেশের মার্কেটে ঝড় তুলেছে সিম্ফনির নতুন একটি স্মার্টফোন Symphony Z70 (4+64GB) ভ্যারিয়েন্ট। 6.56 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে সমন্বিত এই স্মার্টফোন এর বাজার মূল্য নির্ধারণ করেছে ৯,৪৯৯ টাকা। ফোনটির ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট এবং সাথে HD+ রেজুলেশন দেয়া হয়েছে।
ব্যাক ক্যামেরায় ত্রিপোল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 52MP UHD ক্যামেরা এবং সেলফি ক্যামেরায় 8MP সেন্সর রয়েছে।
পারফরম্যান্স প্রদানে ফোনটিতে Unisoc T606 (12nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং GPU হিসেবে Mali G57 দেয়া হয়েছে। যা এই বাজেটে কমন একটি প্রসেসর সেটাপ।
ফোনটিতে 5000mAh ব্যাটারী সাথে 10W এর চার্জার দেয়া হয়েছে।
Symphony Z70 রান করছে Android 13 অপারেটিং সিস্টেমে। 4G নেটওয়ার্ক এবং Bluetooth ভার্সন 5.2 রয়েছে এই ডিভাইসে।
সিকিউরিটি প্রদানে স্মার্টফোনটিতে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে।
ফোনটির থিকনেস মাত্র 8.45 মিমি এবং ওজন খুবই হালকা 193 গ্রাম।
Symphony Z70 মার্কেটে চারটি কালারে পাওয়া যাবে - Reflective Green, Honey Dew Green, Fusion Gold, Electric Blue।
সবকিছু মিলিয়ে এই স্মার্টফোন টি এই বাজেটে সেরা ফিচার প্রদান করতে সক্ষম হয়েছে। তবে স্টেরিও স্পিকার এবং 18W চার্জিং সুবিধা থাকলে আরো ভালো হত।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click me.