২রা এপ্রিল ২০২৪ ভারতে লঞ্চ হয়ে গেলো Realme এর জনপ্রিয় X সিরিজের একটি মিড বাজেট স্মার্টফোন Realme 12X 5G। মার্চ মাসে চায়নাতে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে।
Realme 12X 5G Specification Details
Realme 12X 5G তে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট,৷ 240Hz টাচ সেমপ্লিং রেট এবং ডিসপ্লের আলোর স্বল্পতা দূরীকরণে পিক ব্রাইটনেস রয়েছে 800nits, ফলে ইনডোর-আউটডোর ভিজিবিলিটি আশানুরূপ ভালো পাওয়া যাবে।
পারফরম্যান্স প্রদানের জন্য Realme 12X 5G এ দেয়া হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিডিয়াটেকের Dimensity 6100+ 5G (6nm) চিপসেট। মেমোরির জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। Realme 12X 5G বর্তমানে 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে 4GB, 6GB এবং 8GB RAM ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেখানে 8GB RAM এর পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল RAM বৃদ্ধির সুবিধা রয়েছে।
ফটোগ্রাফারদের জন্য এই স্মার্টফোনটিতে ব্যাকে ব্যবহার হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ ৷ যার মেইন ক্যামেরা 50MP। । ফ্রন্টে ব্যবহার হয়েছে 8MP In-display সেলফি সুটার।
5000mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার রয়েছে। ডিভাইসটি রান করছে Android 14 অপারেটিং সিস্টেমে।
সিকিউরিটির নিশ্চয়তা প্রদানে রয়েছে Side Mounted Fingerprint সেন্সর এবং ফেস আনলক সুবিধা।
শক্তিশালী কানেকশন প্রদানে রয়েছে 5G Network, Dual Band WiFi এবং Bluetooth 5.3 ভার্সন।
ডুয়েল স্টেরিও স্পিকার এবং Hi-Res অডিও সার্টিফিকেশন রয়েছে এই ডিভাইসে।
স্পেশাল ফিচার হিসেবে থাকছে Air Gesture, যা হাতের ইশারায় ফোন কন্ট্রোল করা যাবে। এছাড়া Dynamic Button, Mini Capsule 2.0 সহ অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে।
ধুলাবালি এবং জলের ছিটেফোঁটায় ডিভাইসটি প্রটেক্ট করার জন্য রয়েছে IP54 রেটিং।
ডিভাইসটির থিকনেস মাত্র 7.69mm এবং ওজন মাত্র 188 গ্রাম।
Realme 12X 5G বর্তমানে দুটি কালারে পাওয়া যাবে- একটি Twilight Purple এবং অপরটি Woodland Green।
Realme 12X 5G Price in India
- 4GB+128GB: Rs 11,999
- 6GB+128GB: Rs 13,499
- 8GB+128GB: Rs 14,999