top of page

১৮ হাজার টাকায় গেমিং প্রসেসর সেরা স্মার্টফোন নিয়ে এলো ইনফিনিক্স

বাংলাদেশের মার্কেটে এলো ইনফিনিক্সের নতুন স্মার্টফোন। যার মডেল Infinix Hot 40. 4G নেটওয়ার্ক সমন্বিত এই স্মার্টফোনে থাকছে 6.78 ইঞ্চি পাঞ্চ হল ডিসপ্লে। রেজোলিউশন 1080 × 2460 পিক্সেল এবং রিফ্রেশ রেট হিসেবে আছে 90 হার্জ। টাচ সেমপ্লিং রেট সর্বোচ্চ 270 হার্জ পর্যন্ত বৃদ্ধির সুবিধা রয়েছে।


Infinix Hot 40


পাওয়ারফুল পারফরম্যান্স প্রদান করতে এতে রয়েছে মিডিয়াটেকের Helio G88(12nm) প্রসেসর। পর্যাপ্ত মেমোরির সুবিধা প্রদানে রয়েছে 8GB RAM এবং আরও 8GB বৃদ্ধির সুবিধা রয়েছে। স্টোরেজ হিসেবে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যার একটি 128GB এবং অপরটি 256GB ROM। এই Infinix Hot 40 (8/128GB) ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ১৭,৯৯৯ টাকা।


অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13.

এবার Infinix Hot 40 ব্যাক ক্যামেরায় ত্রিপোল ক্যামেরা সেটআপ, যাতে ব্যবহার হয়েছে 50MP মেইন ক্যামেরা, 2MP মেক্রো ক্যামেরা এবং অপরটি এআই ক্যামেরা। সেলফি ক্যামেরায় রয়েছে 32MP এর অটো ফোকাস ক্যামেরা সেন্সর। 2K/30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে।


সিকিউরিটি প্রদানে স্মার্টফোনটিতে রয়েছে সাইড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক।

স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারির সাথে 33W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফলে খুব অল্প সময়ে দ্রুত চার্জ করা সম্ভব হবে।

এছাড়া ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার এবং NFC সুবিধা রয়েছে।


স্মার্টফোনটির থিকনেস মাত্র 8.25 মি.মি এবং এই ফোনটি পাওয়া যাবে চারটি কালারে-

Palm Blue, Horizon Gold, Starlit Black, Starfall Green


Infinix Hot 40 সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click me.

57 views

Select Your Budget Smartphone

Best Smartphone

Under 5k to 10k

Best Smartphone

Under 10k to 15k

Best Smartphone

Under 15k to 20k

Best Smartphone

Under 20k to 25k

Best Smartphone

Under 25k to 30k

bottom of page